(1) New Registration:-
যারা নতুন - প্রথমে New Registration এ ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্যে
প্রয়োজনীয় তথ্যাবলী লিখুন।
(যে ঘর গুলোতে অপশনাল লেখা আছে সেগুলো না দিলেও চলবে। তবে দেয়ার জন্য আমরা উৎসাহিত করি।)
সবশেষে ক্যাপচা লেখার পর আপনার মোবাইলে একটা ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) যাবে। সেটি লিখুন - সাবমিট চাপুন। আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে।
রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর -
Log In বাটন চেপে লগইন করুন।
(রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর লগইন করলে আপনি অনেকগুলো অপশন পাবেন। যেসব ক্ষেত্রে আপনি আগ্রহী সেগুলো সাবমিট করতে পারেন)
(2) User Login:-
যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড ইউজ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন - সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়েই আপনাকে লগইন করতে হবে।
বিশেষ দ্রষ্টব্য :-
* যারা ইতিপূর্বে ব্রাঞ্চের জন্য এপ্লাই করেছেন - তারা সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
* লগ ইন করতে না পারলে নতুন করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
* এরপরও যদি কোন সমস্যা হয় কথা বলুন :- 01986868585
(3) Admin Login
ব্রাঞ্চ ম্যানেজমেন্ট এর সাথে যারা যুক্ত আছেন অর্থাৎ ব্রাঞ্চের ট্রানজেকশন গুলো সফটওয়্যারে এন্ট্রি করার জন্যে যারা অনুমোদিত - তারা এডমিন প্যানেল থেকে লগ-ইন করবেন।।