মোঃ আজিনুর রহমান একজন প্রতিবন্ধী মানুষ যার সংসারে তার এক ছেলে, এক মেয়ে ও তার মা আছে। তার স্ত্রী অনেক আগে মারা গেছে। তার মেয়েও একজন প্রতিবন্ধী। তার রোজগারের কোন পথ নেই। তিনি সামান্য ছোট একটি ভাংরি দোকান করেন। সেখানে তার সপ্তাহের পর সপ্তাহ চলে যায় কোন বেঁচাকেনা হয়না। তার সহযোগিতার জন্য আপনাদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি