এবার শহুরে মানুষদের বহু সমস্যার নির্ভরযোগ্য সমাধানের জন্যে - অজ পাড়াগায়ের মানুষদের সাথে সেতুবন্ধন তৈরি করে দেবে মসজিদ ডট লাইফ এর "Bridging_সেতুবন্ধন"
♦ যেমন ধরুন - আপনার একজন সাপোর্ট স্টাফ লাগবে ( বাসার কাজের বুয়া, দারোয়ান, ড্রাইভার, বাবুর্চি); কিংবা একজন কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, টাইলস মিস্ত্রি, রংমিস্ত্রি বা প্লাম্বার এ ধরনের কোন লোক প্রয়োজন। অথচ, আপনি খুঁজে পাচ্ছেন না।
♦ অন্যদিকে, অজ পাড়াগাঁয়ে কেউ একজন কত কষ্টে দিনাতিপাত করছে, একটা কাজ খুঁজে পাচ্ছে না।
♦ গ্রামে কত দরিদ্র অসহায় পর্দাশীল নামাজী মহিলা আছেন যারা শহরে কোন মানুষের বাসায় কাজ করতে চান, যাতে খেয়ে-পরে একটু ভালো থাকতে পারেন, নিজের সম্ভ্রম নিয়ে থাকতে পারেন। অথচ কেউ কাউকে খুঁজে পাচ্ছেন না।
আপনাদের মেলবন্ধন হবে মসজিদ ডট লাইফ এর "Bridging_সেতুবন্ধন"
♦ সদ্যভুমিষ্ঠ একটা এতিম বাচ্চাকে দেখাশোনার কেউ নেই; অন্যদিকে এক নিঃসন্তান দম্পতি হন্যে হয়ে খুঁজছেন একটা বাচ্চা দত্তক নেয়ার জন্য। সমাধান - "Bridging_সেতুবন্ধন"।
♦ আপনি হয়তো একটা বুটিক শপ চালাচ্ছেন। যেই জামাটা বানানোর জন্য শহরের টেইলারকে আপনি ১০০০/১২০০ টাকা দিচ্ছেন। অন্যদিকে গ্রামের অনেক এক্সপার্ট একজন টেইলার ২৫০/৩০০ টাকায় সেই জামা তৈরি করে দিচ্ছেন। অথচ, কাজ পাচ্ছেন না। আপনারা একে অপরকে দিয়ে লাভবান হতে - "Bridging_সেতুবন্ধন"
♦ আরো বহু রকমের সেবা এর আওতায় থাকবে পর্যায়ক্রমে জানাচ্ছি ইনশাআল্লাহ।।
"Bridging_সেতুবন্ধন" এর প্রত্যেকটা মানুষ হবে ভেরিফাইড।
তার নাড়ীর ঠিকানা মানে স্থায়ী ঠিকানা থেকেই তার ভেরিফিকেশন করা থাকবে। সুতরাং, কেউ কখনো অঘটন ঘটিয়ে পালিয়ে যাবে সেই আশঙ্কা শূন্যের কাছাকাছি থাকবো।
প্রতিটা মানুষের জন্য সার্টিফিকেট ইস্যু করবেন - তার মসজিদের সভাপতি, সেক্রেটারি, ইমাম এবং আমাদের ব্রাঞ্চ ম্যানেজমেন্ট টিমের টিমে লিডার। এছাড়াও প্রতিটা মানুষের এনআইডি থাকবে। ঠিক আমাদের Help Disabled সেবার মত।
♦ আমাদের ব্রাঞ্চগুলো - তাদের নিজ নিজ এলাকায় যে মানুষটি যে কাজের জন্য এক্সপার্ট তার প্রোফাইল তৈরি করে দেবে।
♦ আপনি সার্চ অপশন থেকে আপনার কাঙ্ক্ষিত শ্রেণীর মানুষ খুঁজে নিয়ে তার সাথে কথা বলে নিতে পারবেন।
আমরা ওপেন বুক সফটওয়্যার মেন্টেইন করি সব তথ্য সবার জন্য উমুক্ত থাকে।
Code : 0002
Name : Md: Robiul Islam
Chirirbandar Upazila,,Dinajpur
Skill : Driver
View More..