♦♦  যে অপশনে টাকা পাঠিয়েছেন , সেটি উপরে দেখাচ্ছে। সঠিক সিলেকশন হয়েছে কিনা নিশ্চিত হয়ে নিন।
( ভুল অপশন সিলেক্ট হয়ে গেলে  Back বাটনে ক্লিক করে - সঠিক অপশন সিলেক্ট করুন।)   

♦♦ এবার প্রয়োজনীয় তথ্যগুলো লিখুন।
যেসব ক্ষেত্রে Optional ( অপশানাল) লিখা আছে, সেসব তথ্য না দিলেও হবে। তবে দেয়াটাকে আমরা উৎসাহিত করি।
(উল্লেখ্য আপনার এনআইডি, মোবাইল কিংবা ইমেইল পাবলিক দেখতে পাবেন না)

♦♦ সবশেষে - Submit বাটনে ক্লিক করুন বা চাপুন।


 ♦♦ পুরাতন ডোনারদের জন্য করনীয়:-

I am an existing donor এর বামপাশের গোল চিহ্নটিতে ক্লিক করুন। একটি নতুন ফরম বা পেইজ আসবে।

অতঃপর  Select  বক্সে ক্লিক করে - আপনার ডোনার আইডি, অথবা আপনার ফোন নাম্বারের লাস্ট চারটা ডিজিট অথবা আপনার নাম লিখুন। আপনাকে খুঁজে পাবেন।

এবার আপনার নামটি সিলেক্ট করুন।
ডোনেশনের পরিমাণ লিখে Submit বাটন ক্লিক করুন।
এটি অত্যন্ত সহজ প্রক্রিয়া।
    
♦♦ ডোনেশন প্রদানের পরবর্তী তিন কর্ম দিবসের মধ্যে - ডোনার লিস্টে আপনার ডোনেশন দেখতে না পেলে - অনুগ্রহ করে হোয়াটসঅ্যাপ বা ইমেইলে অবগত করবেন। আমরা সাধারণত ব্যাংক থেকে কনফার্মেশন পাওয়ার পর ডোনার লিস্ট আপডেট করি। তবে কেউ যদি টাকা পাঠাবার প্রমাণ বা স্লিপ হোয়াটসঅ্যাপে প্রেরণ করেন  তাহলে তাৎক্ষণিকভাবে আপডেট করা হয়।

বিনীত-
কামাল আহমেদ
ফাউন্ডার
"মসজিদ ডট লাইফ"
www.masjid.life
Email: masjid.life.kamal@gmail.com
+19193608286 (WhatsApp)
ফেসবুক: kamal.ahmed.mdl
ইউটিউব: @mdl_kamal
 (দেশের সকল ধর্মের প্রান্তিক দরিদ্র ও সংকটে নিপতিত জনগোষ্ঠীর জন্য ১০০% সুদমুক্ত এবং মুনাফা, সার্ভিস চার্জ, আবেদন ফি ও জরিমানা বিহীন - মসজিদ ভিত্তিক ক্ষুদ্র ঋণ বিতরণ কার্যক্রম সহ বহুবিধ সমাজসেবামূলক কার্যক্রম)

 




FOLLOW

     

 


© 2024 - The Information Technology (Chandrika) Limited

Designed & Developed by Chandrika
Visitor : 354721