♦♦ ডোনেশন প্রদানের জন্যে এখানে একাধিক  ব্যাংক হিসাব এবং  বিকাশ ও  নগদ  নাম্বার উল্লেখ আছে। যে অপশনে ডোনেশন  পাঠানো আপনার জন্য সুবিধাজনক হবে - সেই অপশন /হিসাবে প্রেরণ করুন।  

♦♦ এটি ডোনেশন প্রদানের কোন অটোমেটেড বা স্বয়ংক্রিয় পদ্ধতি নয়।

♦♦ডোনেশন প্রদানের পর যে অপশানে টাকা পাঠিয়েছেন সেটি  সিলেক্ট করুন।

♦♦ সিলেক্ট করার সাথে সাথে  Donation Confirmation ( ডোনেশান কনফার্মেশন)  পেইজ আসবে। সেখানে আপনার ডোনেশান সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সাবমিট করতে হবে। অত্যন্ত সহজ প্রক্রিয়া।।    

♦ উল্লেখিত তিনটি ব্যাংক অ্যাকাউন্ট এবং নগদ ও বিকাশ  সবগুলোই  ডেডিকেটেড অর্থাৎ এগুলোতে মসজিদ ডট লাইফ ব্যতীত অন্য কোন লেনদেন হয় না। এর বাইরে ডোনেশন প্রদানের অন্য কোনো অপশন নাই।

♦  সাউথ ইস্ট ব্যাংকে টাকা পাঠানোর সুবিধা।
  অন্যান্য ব্যাংক একাউন্ট এবং বিকাশ ও নগদের সব টাকা  সাউথইস্ট ব্যাংকে ট্রান্সফার করা হয়। অতঃপর সাউথইস্ট ব্যাংক থেকে ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে ব্রাঞ্চ গুলোতে ফান্ড ট্রান্সফার করা হয়। এ কারণে সরাসরি সাউথইস্ট ব্যাংক এ জমা দেয়া হলে আমাদের কাজ একটু কমে যায়।।

 

 




FOLLOW

     

 


© 2024 - The Information Technology (Chandrika) Limited

Designed & Developed by Chandrika
Visitor : 354709