♦♦ এটি ডোনেশন প্রদানের কোন অটোমেটেড বা স্বয়ংক্রিয় পদ্ধতি নয়। 
(প্রদত্ত ডোনেশন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য এখানে সাবমিট করতে হয়।)

♦ ডোনেশন প্রদানের জন্যে ৩ টি  ব্যাংক হিসাব এবং  বিকাশ ও নগদ  নাম্বার উল্লেখ আছে। যে অপশনে ডোনেশন পাঠানো আপনার জন্য সুবিধাজনক হবে - সেটিতে প্রেরণ করুন।  

♦ডোনেশন প্রদানের পর - যে অপশনে টাকা পাঠিয়েছেন সেটি  সিলেক্ট করুন।

♦সিলেক্ট করার সাথে সাথে  Donation Confirmation ( ডোনেশান কনফার্মেশন)  পেইজ আসবে। সেখানে আপনার ডোনেশান সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সাবমিট করুন প্লীজ। এটি অত্যন্ত সহজ প্রক্রিয়া। 

♦ উল্লেখিত তিনটি ব্যাংক অ্যাকাউন্ট এবং নগদ ও বিকাশ  সবগুলোই  ডেডিকেটেড অর্থাৎ এগুলোতে মসজিদ ডট লাইফ ব্যতীত অন্য কোন লেনদেন হয় না। এর বাইরে ডোনেশন প্রদানের অন্য কোনো অপশন নাই।

♦  সাউথ ইস্ট ব্যাংকে টাকা পাঠানোর সুবিধা।
  অন্যান্য ব্যাংক একাউন্ট এবং বিকাশ ও নগদের সব টাকা  সাউথইস্ট ব্যাংকে ট্রান্সফার করা হয়। অতঃপর সাউথইস্ট ব্যাংক থেকে ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে ব্রাঞ্চ গুলোতে ফান্ড ট্রান্সফার করা হয়। এ কারণে সরাসরি সাউথইস্ট ব্যাংক এ জমা দেয়া হলে আমাদের কাজ একটু কমে যায়।।

উল্লেখ্য প্রাপ্ত ডোনেশনের পাই-পয়সা পর্যন্ত মসজিদগুলোতে বন্টন করে দেয়া হয় কর্জে হাসানা বিতরণের জন্য। একটি পয়সাও অন্য কোন খাতে খরচ করা হয় না।।  

♦♦ যেকোনো সহায়তার প্রয়োজনে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন প্লিজ।

 কামাল আহমেদ 
       ফাউন্ডার
"মসজিদ ডট লাইফ"
www.masjid.life
(১০০% সুদ মুক্ত ঋণ সহ বহুমুখী সেবা) 
(WhatsApp)
+19193608286 
+8801986868585

Email: masjid.life.kamal@gmail.com
ফেসবুক: kamal.ahmed.mdl
 ইউটিউব: @mdl_kamal

♦♦ মাওলানা হারুনুর রশিদ (01719808182)
            
          ট্রেজারার - মসজিদ ডট লাইফ 
(পেশ ইমাম ও খতিব - ফেনী ইসলামিক সেন্টার এবং
 মুহতামিম ফেনী ইসলামিক সেন্টার নুরানি মাদ্রাসা)

 




FOLLOW

     

 


© 2025 - The Information Technology (Chandrika) Limited

Designed & Developed by Chandrika
Visitor : 400108